গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল
নড়িয়া, শরীয়তপুর
সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)
১। ভিশনঃ সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণ।
মিশনঃ প্রাণিস্বাস্থ্য সেবা প্রদান, প্রাণির উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদাপূরণ।
২। প্রতিশ্রুত সেবাসমূহঃ
ক্র. নং |
সেবার নাম |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র/আবেদনপত্র প্রাপ্তির স্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ নম্বর |
উর্দ্ধতন কর্মকর্তা |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
১ |
গবাদিপশুর চিকিৎসা প্রদান |
মৌখিক/লিখিত আবেদন |
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল |
বিনামূল্যে/ নির্ধারিত ফি সাপেক্ষে (অফিস সময়ের বাইরে) |
১ ঘন্টা ৩৫ মিনিট (যতদ্রুত সম্ভব) |
প্রাণি চিকিৎসা শাখা, ভেটেরিনারি সার্জন কক্ষ নং: ১০১, ১০৩, ১০৪ |
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
২ |
গবাদিপশুর কৃত্রিম প্রজনন |
মৌখিক/লিখিত আবেদন |
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কৃত্রিম প্রজনন পয়েন্ট |
সরকার নির্ধারিত (প্রদর্শিত মূল্য তালিকা) |
গাভী গরম হওয়ার ১২-১৮ ঘন্টার মধ্যে |
কৃত্রিম প্রজনন শাখা, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (এ/আই) অথবা কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান কক্ষ নং: ১০২ |
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
৩ |
গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান |
মৌখিক/লিখিত আবেদন |
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল |
সরকার নির্ধারিত (প্রদর্শিত মূল্য তালিকা) |
সরবরাহ থাকা সাপেক্ষে ১-৭ দিন |
সম্প্রসারণ শাখা, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ), কক্ষ নং: ১০৬ |
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
৪ |
খামারী প্রশিক্ষণ |
উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক; ইউনিয়ন পরিষদ/পৌরসভা, উপজেলা পরিষদের অনুমোদিত তালিকা |
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, জেলা ও উপজেলা তথ্য বাতায়ন |
বিনামূল্যে |
সরকার নির্ধারিত |
সম্প্রসারণ শাখা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কক্ষ নং: ১০৬ |
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
৫ |
খামারীদের মাঝে প্রযুক্তি হস্তান্তর |
খামারীদের তালিকা |
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল |
বিনামূল্যে অথবা সরকার নির্ধারিত মূল্যে |
সরকারি নির্দেশনা সাপেক্ষে |
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কক্ষ নং: ১০১ |
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
৬ |
পুনর্বাসন ও উপকরণ সহায়তা প্রদান |
মৌখিক/লিখিত আবেদন, স্থানীয় সরকার প্রতিষ্ঠার প্রণীত দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তির অগ্রাধিকার তালিকা |
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল
|
বিনামূল্যে |
সাধারণত ১-৩ দিন (কমবেশী হতে পারে) |
সম্প্রসারণ শাখা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কক্ষ নং: ১০৬ |
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
৭ |
দুর্যোগকালীন জরুরী সেবা প্রদান |
দৃর্যোগে আক্রান্তের তালিকা |
দুর্যোগ আক্রান্ত এলাকা, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল |
বিনামূল্যে |
প্রাপ্তি সাপেক্ষে ১-৭ দিন |
সম্প্রসারণ শাখা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কক্ষ নং: ১০৬ |
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
৮ |
জনসাধারণের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিকরণ |
লিখিত/মেীখিক আবেদন এবং স্বপক্ষে সংযুক্ত প্রমাণক কাগজপত্র |
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, জেলা প্রাণিসম্পদ দপ্তর |
বিনামূল্যে |
৩ কর্মদিবস |
প্রশাসন শাখা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কক্ষ নং: ১০১ |
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
৯ |
উন্নত জাতের ঘাসের কাটিং/বীজ বিতরণ |
লিখিত/মেীখিক আবেদন |
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র
|
বিনামূল্যে |
১-৩ দিন |
সম্প্রসারণ শাখা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কক্ষ নং: ১০৬ |
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
১০ |
গবাদিপশু ও হাঁস-মুরগির খামার নিবন্ধন |
নির্ধারিত ফরমে আবেদন |
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল |
সরকারি প্রজ্ঞাপন, আদেশ, বিধি অনুযায়ী |
৩০ দিন |
সম্প্রসারণ শাখা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কক্ষ নং: ১০৬ |
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
১১ |
পশুখাদ্য তৈরি ও বিক্রয়ের লাইসেন্স প্রদান |
নির্ধারিত ফরমে আবেদন |
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল |
সরকারি প্রজ্ঞাপন, আদেশ, বিধি অনুযায়ী |
৩০ দিন |
সম্প্রসারণ শাখা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কক্ষ নং: ১০৬ |
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
৩। আপনার কাছে আমাদের প্রত্যাশাঃ
ক্রমিক |
প্রতিশ্রুত/কাঙ্খিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয় |
১ |
স্বয়ংসম্পূর্ণ আবেদন জমা প্রদান |
২ |
যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ফিস পরিশোধ করা |
৩ |
সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা |
৪ |
সেবা গ্রহণে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখা |
৪। অভিযোগ প্রতিকার ব্যবস্থাঃ
সেবা প্রাপ্তিতে অসন্তুস্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। তার কাছ থেকে সমাধান পাওয়া না গেলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।
ক্রমিক |
কখন যোগাযোগ করবেন |
কার সঙ্গে যোগাযোগ করবেন |
যোগাযোগের ঠিকানা |
নিষ্পত্তির সময়সীমা |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
১ |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে না পারলে |
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা) |
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জেলা প্রাণিসম্পদ দপ্তর, শরীয়তপুর |
০৩ (তিন) মাস |
২ |
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে |
পরিচালক বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, ঢাকা |
পরিচালক বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, ঢাকা কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা |
০১ (এক) মাস |