Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলার পর্যায়ের একটি অফিস উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল, নড়িয়া, শরীয়তপুর। এ দপ্তরটি জনগণের  আমিষের চাহিদা অনুযায়ী দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধিকল্পে কাজ করে যাচ্ছে।

 

এ দপ্তর কর্তৃক প্রদত্ত প্রধান সেবাসমূহঃ

     ১. গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিৎসাসেবা প্রদান

     ২. রোগ প্রতিরোধের জন্য টীকা প্রদান এবং রোগ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ

     ৩. কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদিপশুর জাত উন্নয়ন

     ৪. প্রযুক্তি হস্তান্তরের জন্য খামারীদের প্রশিক্ষণ প্রদান

     ৫. উন্নত জাতের ঘাষের বীজ ও কাটিং সরবরাহকরণ

     ৬. গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ অনুসন্ধান ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

     ৭. খামার স্থাপনের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও খামারের রেজিস্ট্রেশন প্রদান

     ৮. প্রাকৃতিক দূর্যোগকালীন সরকারি, বেসরকারি সংস্থার সমন্বয়ে জরুরী ব্যবস্থা গ্রহণ।

 

     

দপ্তরের জনবলঃ

 

 

মঞ্জুরকৃত পদের সংখ্যা- ১১

 

কর্মরত পদের সংখ্যা- ০৭

 

শূণ্য পদ- ০৪

কৃত্রিম প্রজনন উপকেন্দ্রঃ

০১ টি

কৃত্রিম প্রজনন পয়েন্টঃ

০৭ টি

উপজেলা সম্পর্কিতঃ

 

আয়তনঃ

২৪০.০২  বর্গ কিলোমিটার

পৌরসভা ১ টি

ইউনিয়নঃ

১৪ টি

গ্রামঃ

১৯০ টি

জনসংখ্যাঃ

২,৩১,৬৪৪ জন

পুরুষঃ

১,০৯,৯৬৭ জন

মহিলাঃ

১,২১,৬৭৭ জন

 

         

          নড়িয়া উপজেলায় প্রান্তিক পর্যায়ে খামারীদেরকে অধিকতর প্রশিক্ষণ প্রদান ও প্রযুক্তি হস্তান্তরের দ্বারা উন্নত জাতের গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে এ উপজেলাধীন জনমানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পরিকল্পনাসমূহের একটি।